Whatsapp: 01567808596

  |  

Track Order

সামিউল ইসলাম 0 followers

সামিউল ইসলাম

সামিউল ইসলাম পরিবারের সুদূরে ছোট বেলা থেকেই কৃষি কাজের সঙ্গেই সামিউল ইসলামের বেড়ে ওঠা। বর্তমানে তিনি “Agro1 Global Limited” নামক একটি আধুনিক কৃষি সেবা মূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এ প্ল্যাটফর্মের মাধ্যমে ইতোমধ্যে ১০ লক্ষাধিক কৃষকের সাথে নিবিড়ভাবে সেবা নিয়েছেন এবং প্রতিদিন ৫,০০০+ কৃষকের সাথে সেবা যুক্ত হচ্ছেন। এছাড়া “Agro1 প্রশিক্ষণ কর্মশালা” এর মাধ্যমে ৫০ হাজারেরও বেশি প্রশিক্ষণার্থীকে আধুনিক চাষাবাদ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করছেন এবং একে করে যাচ্ছেন। এগ্রিবিজনেসম্যান হিসেবে তিনি জড়িত ইন এক্সপোর্ট/ইমপোর্ট ও ব্যাবসার সব এগ্রিকালচার সম্পর্কিত কার্যক্রমে। কর্মজীবনে তিনি ACI-র বীজ, ভেটেরিনারি ও মার্কেটিং বিভাগে ৬ বছর, এগ্রি প্রো-এ গ্রামীণ এগ্রিবিজনেসম্যান হিসেবে ২ বছর এবং বিভিন্ন স্টার্ট-আপে দায়িত্ব পালনসহ মোট ১৪ বছরের অধিক অভিজ্ঞতা অর্জন করেছেন। আধুনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামিউল ইসলাম Agro1 Global Limited এর মাধ্যমে কৃষিতে আধুনিকায়ন নিয়ে কাজ করে যাচ্ছেন।